Saturday, September 3
ঈদের নাটক
এবারের ঈদের বাংলা নাটক দেখছিলাম আর ভাবছিলাম,কতটা জঘন্য হতে পারে নাটক। মৌলিকতা এবং সৃজনশীলতা বলে কোন ব্যাপারই নেই। সিংঘভাগ নাটক ভাঁড়ামো দিয়ে পরিপূর্ণ। আমাদের নাটক নির্মাতারা কি তাদের রসবোধ হারিয়ে ফেলেছেন? গত কয়েক বছরের অভিজ্ঞতা নিয়ে এবার আর হুমায়ূন আহমেদের নাটকের পিছনে ঘুরি নাই। জানিই সে বস্তু তার অতীত ঐতিহ্য বহু আগেই হারাইছে। বাংলাদেশের মিডিয়ার এক বিসিস্থ নাম হানিফ সংকেত। তার নাটক এবারো বরাবরের মতই ফালতু হয়েছে... কতটা স্থুল হতে পারে একটা নাটক তার নাটক দেখলে বোঝা যায়। ইত্যাদিতে নতুনত্ব বলে কোন জিনিসই নেই। প্রাগৈতিহাসিক কাল থেকে যা চলে আসছে... কিছু নাটিকা, কিছু গান, মামা ভাগ্নে- নানা নাতি... তাই চললো। এবং প্রতিবারের মতো এবারো অ্যাড এর জ্বালায় অস্থির হয়ে টিভি নামক এই ইডিয়ট বাক্স টি বন্ধ করারই সিদ্ধান্ত নেই।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment