Saturday, September 3

মাইক্রোসফট ওয়ার্ড ফাইলকে pdf করন

অনেকেই হয়তো ওয়ার্ড ফাইলকে pdf এ রুপান্তর করতে চান, কিন্তু কিভাবে করবেন তা বুঝতে পারেন না। adobe acrobat একটি দারুন সফটওয়্যার হলেও সহজলভ্য না হওয়াই অনেকের পক্ষেই তা ব্যবহার সম্ভব হয় না। তবে অনেকেই হয়তো জানেন না মাইক্রোসফট ওয়ার্ড ব্যাবহার করেও সহজেই pdf বানানো সম্ভভ। এজন্য দরকার ছোট্ট এক্তি সফটওয়্যার ডাউনলোড। এই খানে তা সহজেই পেয়ে যাবেন। http://www.microsoft.com/download/en/details.aspx?amp;displaylang=en&id=7 ডাউনলোড এর পর ওয়ার্ড এ কিছু লিখে save as এ pdf or xps অপশন পাবেন। সেটা ক্লিক করেই pdf ফাইল বানানো যাবে। pdf ছাড়াও আরও ছয় রকমের ফাইল এটি দিয়ে বানানো সম্ভব।

No comments:

Post a Comment